তাফসীরে জালালাইন: Tafsir Jalalain Bangla

Tafsir Jalalain Bangla

গ্রন্থ পরিচিতঃ এ গ্রন্থটি কারও একক রচনা নয়। দু’জন বিজ্ঞ মুফাসসির এটি রচনা করেছেন। তাদের দু’জনের নাম একই। দু’জনেরই নাম ‘জালালুদ্দীন’। একজন জালালুদ্দিন মহল্লী। অপরজন জালালুদ্দিন সুয়ুতী। তাদের নামের প্রথম অংশ হল – ‘জালাল’। আরবি ভাষায় ‘জালাল’ (جلال ) শব্দের দ্বিবচন হল ‘জালালাইন’ (جلالین )। যেহেতু এটি দুই ‘জালাল’-এর লেখা, তাই দুই নামের সম্পৃক্ততায় তাকে তাফসির আল জালালাইন (تفسیر الجلالین ) নামে অভিহিত করা হয়।

অনুবাদঃ গ্রন্থটির মূল ভাষা আরবি। পরবর্তীতে বহু ভাষায় এটি অনুবাদ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : উর্দু , ফার্সি, বাংলা ইত্যাদি। ইংরেজি ভাষায়ও এর দুটি অনুবাদ রয়েছে।

জালালাইনের ব্যখ্যা গ্রন্থসমূহঃ

জামালাইনঃ এ ব্যাখ্যাগ্রন্থটি লিখেছেন – মোল্লা নূরুদ্দীন আলী ইবনে সুলতান মুহাম্মদ আল হারাবী ওরফে মোল্লা আলী ক্বারী (মৃত্যু: ১০১৪ হিজরি) , রচনাকাল – ১০০৪ হিজরি।

কাইসুন নিরাইনঃ এটি লিখেছেন শায়খ শামসুদ্দীন মুহাম্মদ ইবনে আল কামী (রাহ) ; রচনাকাল – ৯৫৩ হিজরি।

মাজমাউল বাহরাইন ওয়া মাতলাউল বাদরাইনঃ এটি রচনা করেন জালালুদ্দীন মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল কারখী (রাহ)।

আল ফুতুহাতুল ইলাহিয়্যাহ বি তাওজিহি তাফসিরিল জালালাইন লিদ দাকাইকিল খাফিয়্যাহঃ জালালাইনের উপর এই ব্যাখ্যাগ্রন্থটি লিখেন শাইখ সুলাইমান আল জামাল (মৃত্যুঃ ১২০৪ হিজরি)।

ইসলামিয়া কুতুবখানা হইতে প্রকাশিত আল্লামা জালালুদ্দিন আব্দুর রহমান কর্তৃক রচিত তাফসীরে জালালাইন pdf বই ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

১। তাফসীরে জালালাইন ১ম খণ্ড
২। তাফসীরে জালালাইন ২য় খণ্ড
৩। তাফসীরে জালালাইন ৩য় খণ্ড
৪। তাফসীরে জালালাইন ৪র্থ খণ্ড
৫। তাফসীরে জালালাইন ৫ম খণ্ড
৬। তাফসীরে জালালাইন ৬ষ্ঠ খণ্ড
৭। তাফসীরে জালালাইন ৭ম খণ্ড

আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ

error: Content is protected !!
Scroll to Top