তাফসীরে তাবারী: Tafsir Tabari Bangla

Tafsir Tabari Bangla

গ্রন্থ ও পরিচিতিঃ তাফসীর আল-তাবারি যার প্রকৃত নাম জামিউল বয়ান আন তাবিলি আয়িল কুরআন (আরবি: جامع البيان عن تأويل آي القرآن‎‎), তাফসীর আল-তাবারি (আরবি: تفسير الطبري‎‎) নামেই অধিক পরিচিত, হল ফারসি ইসলামী চিন্তাবিদ ও লেখক মুহাম্মদ ইবনে জারির আল -তাবারির লেখা একটি সুন্নি তাফসীর গ্রন্থ। মূল তাফসীরটি আরবি ভাষায় রচিত হলেও পরবর্তীতে ইংরেজি বাংলা সহ অনেক ভাষায় অনুদিত হয়। প্রাচীন তাফসীরগুলোর মধ্যে তাফসীর আল-তাবারি অন্যতম।তিনি ৮৩৯ খিষ্টাব্দে তাবারিস্তানের আমুুুল নামক স্থানে জন্মগ্রহণ করেন। ৯২৩ খ্রিষ্টাব্দে ইরাকের বাগদাদে মারা যান।

কুরআন মজীদের ভাষা আরবী, যে কারণে এর অর্থ, মর্ম ও ব্যাখ্যা জানার জন্য যুগে যুগে নানা ভাষায় কুরআন মজীদের অনুবাদ হয়েছে, এর ভাষ্যও রচিত হয়েছে। ভাষ্য রচনার ক্ষেত্রে যে সব তাফসীর গ্রন্থকে মৌলিক, প্রামাণ্য ও প্রাচীন হিসেবে গণ্য করা হয়, তাফসীরে তাবারী শরীফ সেগুলাের মধ্যে অন্যতম। এই তাফসীরখানার রচয়িতা আল্লামা আবু জাফর মুহাম্মদ ইবন জারীর তাবারী (র)। কুরআন মজীদের ভাষ্য রচনা করতে গিয়ে প্রয়ােজনীয় যত তথ্য ও তত্ত্ব পেয়েছেন, তা তিনি এতে সন্নিবেশিত করেছেন। ফলে এই তাফসীরখানা হয়ে উঠেছে প্রামাণ্য মৌলিক তাফসীর, যা পরবর্তী মুফাসিরগণের নিকট তাফসীর প্রণয়নের নির্ভরযােগ্য সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই তাফসীরখানা তাফসীরে তাবারী শরীফ নামে সমধিক পরিচিত হলেও এর আসল নাম জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন।

তাফসীরটি সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলেন, “আত তাবারির তাফসীর গ্রন্থখানি বিশেষ মর্যাদার অধিকারী, সত্যিই এটি একটি অতুলনীয় তাফসীর গ্রন্থ” (প্রাগুক্ত)। তাফসীরটি রচনায় হাদিসের প্রভাব উল্লেখযোগ্য। ইসলামিক স্কলার এবং ছাত্রদের কাছে এই তাফসীরটি খুব গুরুত্বপূর্ণ।

পাশ্চাত্য দুনিয়ার পন্ডিত মহলে ঐতিহাসিক এবং সমালােচনমূলক গবেষণার জন্য এই তাফসীরখানা বিশেষভাবে সমাদৃত। আমরা প্রায় সাড়ে এগারাে শ’ বছরের প্রাচীন এই জগদ্বিখ্যাত তাফসীর গ্রন্থখানির বাংলা তরজমা প্রকাশ করতে পারায় আল্লাহ্ তা’আলার মহান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি।

ইসলামিক ফাউন্ডেশন হইতে প্রকাশিত আবু জাফর মুহাম্মদ ইবন জারীর তাবারী কর্তৃক রচিত তাফসীরে তাবারী pdf বই ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

১। তাফসীরে তাবারী ১ম খণ্ড
২। তাফসীরে তাবারী ২য় খণ্ড
৩। তাফসীরে তাবারী ৩য় খণ্ড
৪। তাফসীরে তাবারী ৪র্থ খণ্ড
৫। তাফসীরে তাবারী ৫ম খণ্ড
৬। তাফসীরে তাবারী ৬ষ্ঠ খণ্ড
৭। তাফসীরে তাবারী ৭ম খণ্ড
৮। তাফসীরে তাবারী ৮ম খণ্ড
৯। তাফসীরে তাবারী ৯ম খণ্ড

“ডাক তোমার প্রভূর পথে প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সর্বত্তোম পন্থায়”। সূরা নাহলঃ১২৫

আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ

error: Content is protected !!
Scroll to Top