হাদিস ও সুন্নাহ বিষয়ক বই: Books About Al Hadith

হাদিস ও সুন্নাহ বিষয়ক বই ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন।
১। আদিল্লাতুল হানাফিয়্যায় – আব্দল্লাহ বিন মুসলিম বাহলাবি
২। আমরা হাদিস মানতে বাধ্য – আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
৩। আযকারে মাসনূনাহ – ইমাম ইবনে কাইয়্যিম
৪। আয়াতে তাতহীর ও হাদীসে কিসার অর্থ – সানাউল্লাহ নজির আহমদ
৫। আল মউযুআত – ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
৬। আস সুন্নাহর অপরিহার্যতা – ড. মুহাম্মদ সাইফুল ইসলাম
৭। ইসলামে সুন্নাহর অবস্থান – ড. সালেহ ইবন ফাওযান
৮। ইসলামে হাদীসের গুরুত্ব ও মর্যাদা – নাসেরুদ্দিন আল আলবানী
৯। জহুরীর জাম্বিল ৩য় খন্ড – জহুরী
১০। জাল ও যইফ হাদিস বর্জনের মূলনীতি – মুযাফফার বিন মুহসিন
১১। জাল হাদীসের কবলে রাসুলুল্লাহ সাঃ এর সালাত – মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব
১২। নির্বাচিত হাদিস অডিও. mp3
১৩। প্রচলিত জাল হাদীস – খন্দকার আবুল খায়ের
১৪। প্রচলিত জাল হাদীস – মুহাম্মাদ আব্দুল মালেক
১৫। ফাযায়িলে আমল – মুহাম্মদ আইয়ুব বিন ইদু মিয়া
১৬। ফাযায়েল রাযায়েল – আব্দুল হামীদ আল ফাইযী
১৭। ফাযায়েলে আ’মাল – আব্দুল হামীদ আল ফাইযী

হাদিস পরিচিতঃ হাদীস (ﺣَﺪِﻳْﺚ ) এর শাব্দিক অর্থ- নতুন; প্রাচীন ও পুরাতন এর বিপরীত বিষয়। এ অর্থে যে সব কথা, কাজ ও বস্তু পূর্বে ছিল না, এখন অস্তিত্ব লাভ করেছে তাই হাদীস। এর আরেক অর্থ হলো: কথা। ফক্বীহগণের পরিভাষায় নাবী কারীম (ﷺ ) আল্লাহর রাসূল হিসেবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন তাকে হাদীস বলা হয়। কিন্তু মুহাদ্দিসগণ এর সঙ্গে রাসুলুল্লাহ (ﷺ ) সম্পর্কিত বর্ণনা ও তার গুণাবলী সম্পর্কিত বিবরণকেও হাদীসের অন্তর্ভুক্ত করেন।

হাদীসের সংজ্ঞায় কেউ কেউ বলেন- হাদিস (আরবিতে الحديث) হলো মূলত: ইসলাম ধর্মের সর্বশেষ ঐশীবাণীবাহক হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ও জীবনাচরণ। হাদিসের উপদেশ মুসলমানদের জীবনাচরণ ও ব্যবহারবিধির অন্যতম পথনির্দেশ। আল কুরআন ইসলামের মৌলিক গ্রন্থ এবং অসংখ্য হাদিস সম্ভারকে তার ব্যাখ্যা হিসেবেও অভিহিত করা যায়।

আল্লামা হাফেজ সাখাবী (রহ) বলেন-
والحديث لغة ضد القد يم واصطلا حامااضيف الى النبى ﷺ قولا له اوفعلا له اوتقرير اوصفة حتى الحركات والسكنات فى اليقظة والمنام –
অর্থ : আভিধানিক অর্থে হাদীস শব্দটি কাদীম তথা অবিনশ্বরের বিপরীত আর পরিভাষায় বলা হয় রাসূলুাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে সম্বন্ধযুক্ত। চাই তার বক্তব্য হোক বা কর্ম বা অনুমোদন অথবা গুণ এমন কি ঘুমন্ত অবস্থায় বা জাগ্রত অবস্থায় তাঁর গতি ও স্থির সবই হাদীস।

বুখারী শরীফের বিশিষ্ট ব্যাখ্যাগ্রন্থ عمدة القارى এর মধ্যে হাদীস সম্বন্ধে রয়েছে:
علم الحديث هو علم يعرف به اقوال النبى ﷺ وافعاله واخواله –
অর্থ : ইলমে হাদীস এমন বিশেষ জ্ঞান যার সাহায্যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ ও অবস্থা জানতে পারা যায়।

আর ফিক্হবিদদের নিকট হাদীস হল:
اقوال رسول الله ﷺ وافعاله –
অর্থ : হাদীস হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ও কাজসমূহ।

বিখ্যাত মুহাদ্দিস ও আলিয়া মাদ্রাসার সাবেক হেড মাওলানা মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল ইহসান বারকাতী (রহ.) এর মতে, ‘হাদীস (حديث) এমন একটি বিষয় যা রাসূলুাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, কর্ম ও নীরবতা এবং সাহাবায়ে কেরাম, তাবিঈনদের কথা, কর্ম ও মৌন সম্মতিকে বুঝায়।’

হাদীসের সংজ্ঞায় এককথায় বলা যায়, প্রিয়তম রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতী জীবনের সকল কথা, কাজ এবং অনুমোদনই হচ্ছে হাদীস।

আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ

error: Content is protected !!
Scroll to Top