আত্মশুদ্ধি ছাড়া ইবাদাত কবুল হয় না

আত্মশুদ্ধি ছাড়া ইবাদাত কবুল হয় না

অন্তরের পরিশুদ্ধতা ছাড়া কোনও ইবাদাতই আল্লাহর কাছে কবুল হয় না। কুরআনের একাধিক আয়াতে আত্মশুদ্ধির গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আল্লাহতায়ালা বলেন: “সেদিন (কিয়ামতের দিন) ধন-সম্পদ ও সন্তান-সন্ততিরা কোনও উপকারে আসবে না, কেবল সাফল্য লাভ করবে সে ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে।”

“সেদিন (কিয়ামতের দিন) ধন-সম্পদ ও সন্তান কোনও উপকারে আসবে না; সফল হবে শুধুমাত্র সেই ব্যক্তি, যে আল্লাহর কাছে পবিত্র অন্তর নিয়ে উপস্থিত হবে।”
— সূরা আশ-শু‘আরা, আয়াত ৮৮-৯১

এই আয়াতগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে, আত্মাকে বিশুদ্ধ না করে আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা নিজেদের মনকে পরিশুদ্ধ করতে সর্বাত্মক চেষ্টা করেছেন। যারা আন্তরিকতা ও নিয়মতান্ত্রিকতার সঙ্গে চেষ্টা করেছেন, তারা সাধারণত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে।

মনকে পরিশুদ্ধ করার অন্যতম উপায় হল প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা, সুন্নতসম্মত যিকির করা, বিনয়-নম্রতা অবলম্বন, অহেতুক চিন্তা থেকে বিরত থাকা এবং খারাপ গুণাবলীকে দূর করার চেষ্টা করা।

  • আল্লাহভীতি ও তাকওয়া অর্জন
  • অহংকার, হিংসা ও রাগ থেকে দূরে থাকা
  • অধিক পাওয়ার লোভ ও দুনিয়ার মোহ পরিহার
  • নিজের ভুল সংশোধনে আগ্রহী থাকা
  • বিনয়, ধৈর্য ও কৃতজ্ঞতার চর্চা করা

গুরুত্বপূর্ণ উপদেশ: অন্তর পরিশুদ্ধ না করলে ইবাদাতে আন্তরিকতা আসবে না, আর আল্লাহর সন্তুষ্টিও অর্জিত হবে না। আল্লাহর কাছে মুখ্য বিষয় হলো বিশুদ্ধ অন্তর ও নেক আমল। তাই আত্মশুদ্ধির প্রচেষ্টায় অবিচল থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য।

আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ সত্যিকারের সফলতা পায়—এই সফলতা কেবল দুনিয়াতে নয়, পরকালেও স্থায়ী শান্তি এনে দেয়। তাই আমাদের উচিত নিজেদের অন্তরকে পবিত্র রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হওয়া।

আবার ভিজিট করবেন!!! ধন্যবাদ

error: Content is protected !!
Scroll to Top