গ্রন্থ পরিচিতঃ হায়াতুস সাহাবা (আরবি: حياة الصحابة) তাবলিগ জামাতের দ্বিতীয় আমির মুহাম্মদ ইউসুফ কান্ধলভি কর্তৃক সাহাবাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আরবি ভাষায় রচিত একটি ঐতিহাসিক গবেষণা গ্রন্থ। বইটি তাবলিগ জামাতের পাঠ্যবই হিসেবেও অন্তর্ভুক্ত রয়েছে। মূল গ্রন্থটি বড় ৩ খন্ডে রচিত হয়। ১০ খন্ডে গ্রন্থটির প্রথম ইংরেজি অনুবাদ করেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার অধ্যাপক মাজিদ আলি খান। ৫ খন্ডে গ্রন্থটির বঙ্গানুবাদ করেন মুহাম্মদ যুবায়ের। গ্রন্থটির আরবি সংস্করণের ভূমিকা লিখেছেন আবুল হাসান আলী হাসানী নদভী।
“হায়াতুস সাহাবাহ” মূলত আরবি ভাষায় রচিত বই। বইয়ের শুরুটা হয়েছে শ্রেষ্ঠ বাণী “কিতাবুল্লাহ” এর অসংখ্য আয়াত দ্বারা। সাহাবা (রাঃ) গণের সম্পর্কে মহান আল্লাহর এর নাজিলকৃত আয়াতগুলো নিঃসন্দেহে অন্তর প্রশান্তকারী এবং আল্লাহ সুবহানাল্লহ তা’লা এর পক্ষ থেকে তাদের (রাঃ) প্রাপ্ত সুসংবাদগুলো মু’মিনদের অন্তরে জান্নাতের আকাংখা গুলোকে পৌছে দেবে চূড়ান্ত সীমায়, ইনশাআল্লাহ্।
এরপরই বইটিতে রয়েছে রাসুল সাঃ ও তাঁর হাতে গড়া সাহাবা রাঃ দের আলোচনা। নবীউল্লাহ, রাসুলুল্লাহ, হাবীবুল্লাহ মুহাম্মাদ সাঃ এর শারীরিক গঠন সম্পর্কিত হাদীস।
উমার রাঃ এর তোলপাড় করা ইসলাম গ্রহণের ঘটনা, বিভিন্ন গোত্রদ্বয়ের প্রতি ইসলামের দাওয়াত দেয়ার পরিণতি, আসহাবে সুফফারদের কাপড়ের অভাব, খন্দকের যুদ্ধে শীত, ক্ষুধা ও ভয়- ভীতি সহ্য করা, অমানুষিক নির্যাতন সহ্য করে পাহাড় সমান ঈমান নিয়ে নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নেয়া, মৃত্যু পর্যন্ত নিজ মাতৃভূমিতে ফেরত না যাওয়া, আহলুল বাইতের হিজরত, আল্লাহ সুবহানাল্লাহ তা’লার দ্বীনের প্রসারের খাতিরে রাসুলুল্লাহ সাঃ এর মেয়ে যায়নাব রাঃ এর আঘাত সহ্য করা এবং গর্ভপাত হবার পরও ধৈর্য ধারণ, সমুদ্রও তাঁদের বাধ্য হওয়া। সুবহানাল্লাহ! বইটা পড়তে পড়তে পাঠক হারিয়ে যাবেন, ডুবে যাবেন, চলে যাবেন সেই সাড়ে ১৪০০ বছর আগের ধূলিময় আরবে। কাফেরদের অত্যাচারের ঘটনা পড়তে পড়তে কখনো শিরায় শিরায় ফিনকি দেবে শহীদ হবার আকাংখা করা রক্ত বিন্দুগুলো অপরদিকে আল্লাহর তরবারি (খালিদ ইবন ওয়ালিদ) এর বীরত্বগাথা ঘটনাগুলো এফোঁড়ওফোঁড় করে দেবে হৃদয়! এরাই তাঁরা রাঃ যাদের উপর রাজি হয়ে গেছেন দো- জাহানের রব্ব।
প্রতিটি মুসলিম যারা নিজেকে আল্লাহ্ ভীরু ও সুন্নতের অনুসারি দাবী করে থাকি তাদের জন্য সাহাবা রাঃ দের চেনার ও জানার কোনো বিকল্প নেই। তাঁদের রাঃ জানার জন্য আমার মতে সর্বোত্তম বইএর সিরিজ “হায়াতুস সাহাবাহ”। রাব্বে করীমের দরবারে ফরিয়াদ জানাই, শুধু একজন পাঠক হিসেবে নয় সাহাবীওয়ালা ঈমান,আমল সম্পন্ন মানুষ হিসেবে কবুল করে নিক, বিচারের মাঠে তাদের পাশে একটু জায়গা করে দিক। আমিন।
মুহাম্মদ ইউসুফ ছাহেব কান্ধলবী কর্তৃক রচিত হায়াতুস সাহাবা pdf বই ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন।
হায়াতুস সাহাবা ১ম খণ্ড
হায়াতুস সাহাবা ২য় খণ্ড
হায়াতুস সাহাবা ৩য় খণ্ড
হায়াতুস সাহাবা ৪র্থ খণ্ড
হায়াতুস সাহাবা ৫ম খণ্ড
আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ