তুমি সেই রানী লেখকঃ ড. মুহাম্মদ ইবনে আব্দুর রহমান

গ্রন্থ পরিচিতঃ বিখ্যাত আলেম, সুবক্তা, লেখক শাইখ ড. আব্দুর রহমান আরিফীর লেখা “ﺇﻧﻬﺎ ﻣﻠﻜﺔ” বা, “তুমিই নারী” আসলে ছোট ছোট গল্প সমষ্টি। এমন সব গল্প যার মূল চরিত্র রানীরা! না! সিংহাসনের রানী না! পরিপূর্ণ ঈমান ও উন্নত চরিত্রের রাণী। বইটি আগাগোড়াই সুখপাঠ্য। কয়েকিটা লাইন পড়লে শেষ না করে উঠাই যায় না!

পাঠক হিসেবে এই বইয়ের জন্য বেছে নেওয়া হয়েছে প্রধানত কিশোরী ও তরুণীদের। এবং সব নারীদের।
কী আছে এই বইয়ে তাদের জন্য?…
ছোট থেকে কীভাবে বড় হতে হয়,
অন্ধকার থেকে কীভাবে আলোতে আসতে হয়,
নারী থেকে কীভাবে রানী হতে হয়।,
এ- যুগে বাস করেও কীভাবে ইসলামের পূন্য যুগের মানুষ হতে হয়, এ সবই এ বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।

যেসকল নারীদের কথা ও কাহিনী এখানে বলা হয়েছে তারা কে কে? তারা তো অনেক! বইটি শুরু হয়েছে এক রুশ কন্যার আঁধার থেকে আলোতে ফেরার বিস্ময়কর ও মুগ্ধকর এক অসাধারণ কাহিনী নিয়ে। তারপর এসেছে কা’বা গৃহের প্রথম প্রতিবেশিনী হযরত হাজেরার কাহিনী। তারপর এসেছে সর্ব প্রথম ইসলাম কবুল করা মহিয়সী নারী বিবি খাদিজার কাহিনী। তারপর এসেছে ফেরাউন কন্যার নাম না জানা কেশবিন্যাশকারিণীর এবং তাঁর পাঁচ সন্তানের অশ্রুময় কাহিনী। এমন আরো অনেক কাহিনী!

তোমাকে বলছি হে কিশোরী ও তরুণী!
যাঁদের কথা বললাম আমি, তুমি হয়তো আগেও পড়েছো তাদের কথা ও কাহিনী। কিন্তু আজ পড়বে…
একটু ভিন্নস্বাদে।
ভিন্ন আমেজে।
ভিন্ন পরিবেশনায়।
গল্পের মজা নিয়ে।
উপন্যাসের স্বাদ নিয়ে।
কবিতার শিল্প-সুষমা ও ভাব প্রাচুর্য নিয়ে।
দেখবে, আজ এই বই পড়তে গিয়ে তুমি কখনো হাসছো, কখনো কাঁদছো। যদি হাসো, তাহলে বুঝতে হবে-ঈমানের ফুল ফসলে এবং ইয়াকিনের জোর প্লাবনে হৃদয় তোমার আবাদই আছে! আর যদি কাঁদো, তবে দু’ কারণে কাঁদতে পারো- এ কান্না হয়তো আনন্দের অশ্রুকণা নয়তো অনুশোচনার শিশিরকণা!

ড. মুহাম্মদ ইবনে আব্দুর রহমান কর্তৃক রচিত তুমি সেই রানী pdf বই ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন।

তুমি সেই রানী একত্রে
১। তুমি সেই রানী ১ম খণ্ড
২। তুমি সেই রানী ২য় খণ্ড

আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ

error: Content is protected !!
Scroll to Top