গ্রন্থ পরিচিতঃ রিয়া মানে হল লোক দেখানো ইবাদত অতএব, দুর্ভোগ সেইসব নামাজীর যাহারা তাহাদের নামাজ সম্পরকে বে-খবর; যাহারা তাহা লোক দেখানোর জন্য করে ( অর্থাৎ রিয়া করে ) “আল্লাহ পাক এমন কোন আমল কবুল করেননা, যাহাতে বিন্দু পরিমাণও রিয়া আছে” খ্যাতি ও রিয়ার নিন্দাঃ রাসূলে আকরাম সাঃ এরশাদ করিয়াছেনঃ “আমার উম্মতের জন্য আমি যে বিষয়টির সরবাধিক আশংকা করিতেছি, তাহা হইল রিয়া ও গোপন খায়েশ। অন্ধকার রাতে কঠিন পাথরের উপর কাল পিপীলিকা চলাচল করিলে যেমন টের পাওয়া যায় না, তদ্রূপ ইহাও অনুভব করা যায় না “।
এই বইয়ে আরো আছেঃ রিয়া, রিয়ার বিপদাপদ, অন্তর হইতে রিয়া দূর করার উপায়, রিয়ার বিশেষ চিকিৎসা, রিয়ার অনিষ্ট দূর করা, এমন গোপন ও প্রকাশ্য রিয়া যা আমলকে বাতিল করিয়া দেয়, রিয়া হইতে আত্মরক্ষাকারীদের স্তর।
ইমাম গাজ্জালী রহঃ কর্তৃক রচিত রিয়া লোক দেখানো ইবাদত pdf বই ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন।
রিয়া লোক দেখানো ইবাদত ১ম খণ্ড
রিয়া লোক দেখানো ইবাদত ২য় খণ্ড
আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ