গ্রন্থ পরিচিতঃ সুনানে আবু দাউদ (আরবি: سنن أبي داود, প্রতিবর্ণী. Sunan Abī Dāwūd) ইসলামের পবিত্রতম ছয়টি হাদিস গ্রন্থের মধ্যে একটি, যা কুতুব আল-সিত্তাহ নামেও পরিচিত। এটি মূলত হাদিসের সংকলনমূলক গ্রন্থ যা আবু দাউদ সংকলন করেন। তার সম্পূর্ণ নাম আবু দাউদ সুলায়মান ইবনুল আশ’আস আস-সিজিস্তানী। সুনানে আবু দাউদ গ্রন্থে প্রায় ৪৮০০টি হাদিস আছে।
ইতিহাসঃ সুনানে আবু দাউদ গ্রন্থের রচনাকাল সঠিক ভাবে নির্ণয় করা যায় না। তবে বিশেষজ্ঞগণ বিভিন্ন ভাবে এর রচনাকাল নির্ধারণ করার প্রয়াস করেছেন। আবু দাউদ উক্ত বই লেখার পর তিনি তার শিক্ষক আহমেদ ইবনে হাম্বলকে দেখিয়েছিলেন এবং তিনি বইটি দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন। ২৪৩ হিজরীতে আহমেদ ইবনে হাম্বল মারা যান। এ থেকে অনুমান করা হয় যে উক্ত গ্রন্থ হিজরী দ্বিতীয় শতকের তৃতীয় দশকে লেখা হয়েছে। বর্তমান সারা পৃথিবীতে বিশেষ সম্মানের সাথে মুসলিমরা উক্ত বই পাঠ করে।
আবু দাউদ সূত্রে যাঁরা সুনান গ্রন্থখানি বর্ণনা করেছেনঃ
ইমাম আবু দাউদের নিকট হতে তাঁর এ গ্রন্থখানি ধারাবাহিক সূত্র পরম্পরায় প্রায় নয়-দশজন বড় বড় মুহাদ্দিস কর্তৃক বর্ণিত হয়েছে- (মুকুদ্দামাহ গায়াতুল মাক্বসুদ)।
যেমনঃ
১। আবু ত্বাইয়্যিব আহমাদ ইবনু ইবরাহীম আশনানী বাগদাদী।
২। আবু আমর আহমাদ ইবনু আলী ইবনু হাসান বাসরী।
৩। আবু সাউদ ইবনুল আ’রাবী।
৪। আরী ইবনুল হাসান ইবনুল আবদ আল- আনসারী।
৫। আবু আলী মুহাম্মাদ ইবনু আহমাদ লু’লুয়ী।
৬ মুহাম্মাদ ইবনু বাকর দাসাহ।
৭। আবু উসামাহ মুহাম্মাদ ইবনু আবদুল মালিক। এছাড়াও অন্যরা।
হাদিস সংখ্যাঃ এতে প্রায় ৪,৮০০টি হাদিস সংকলিত হয়েছে। মুহাম্মাদ মুহিউদ্দিন আবদুল হামিদের সম্পাদনার পর এই সংখ্যা নির্ধারণ করা হয়। তিনি বলেছেন যে, তিনি যেগুলোকে জয়িফ (দুর্বল) বলে উল্লেখ করেননি সেগুলো ছাড়া বাকি হাদিসগুলো সহিহ। তবে ইবনে হাজার আসকালানির মতানুযায়ী জয়িফ উল্লেখ করা হয়নি এমন হাদিসের মধ্যেও কিছু জয়িফ হাদিস রয়েছে।
কিতাব আল-মারাসিল, এই গ্রন্থে ৬০০ মুরসাল হাদিস লিপিবদ্ধ করেছেন। যাচাই বাছাইয়ের পর তিনি এগুলোকে সহিহ বলেছেন।
ইমাম আবু দাউদ কর্তৃক সংগৃহীত হাদিস গ্রন্থ সুনানে আবু দাউদ pdf বই ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন।
ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত
১। সুনান আবু দাঊদ ১ম খণ্ড
২। সুনান আবু দাঊদ ২য় খণ্ড
৩। সুনান আবু দাঊদ ৩য় খণ্ড
৪। সুনান আবু দাঊদ ৪র্থ খণ্ড
৫। সুনান আবু দাঊদ ৫ম খণ্ড
৬। সুনান আবু দাঊদ ৬ষ্ঠ খণ্ড
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত
১। আবু দাঊদ শরীফ ১ম খণ্ড
২। আবু দাঊদ শরীফ ২য় খণ্ড
৩। আবু দাঊদ শরীফ ৩য় খণ্ড
৪। আবু দাঊদ শরীফ ৪র্থ খণ্ড
আল্লামা আলবানী একাডেমী কর্তৃক প্রকাশিত
১। সুনান আবু দাঊদ শরীফ ১ম খণ্ড
২। সুনান আবু দাঊদ শরীফ ২য় খণ্ড
৩। সুনান আবু দাঊদ শরীফ ৩য় খণ্ড
৪। সুনান আবু দাঊদ শরীফ ৪র্থ খণ্ড
৫। সুনান আবু দাঊদ শরীফ ৫ম খণ্ড
আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ