লেখক পরিচিতিঃ
ইবনে হিশাম সিরিয়ার বসরাতে জন্মগ্রহণ করেন। বাবার নাম হিশাম, তিনি বাল্যকালে বংশের সবাই সাথে মিসরে চলে যান এবং জীবনের অধিকাংশ সময় সেখানে অতিবাহিত করেন।
তিনি মিশরের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভ করেন। ইবন ইসহাক এর রচিত সীরাতুর রাসুলুল্লাহ সংশোধনকারী হিসাবে ইবন হিশাম জগতে প্রসিদ্ধ লাভ করেন। তিনি আস সীরাতুন নব্যিয়াতে বর্ণিত কতিপয় কবিতার সঠিক পাট লিপিবদ্ধ করেন। নতুন কবিতা তাতে যোগ করেন। কঠিন শব্দ ও বিশেষ বিশেষ শব্দ সমূহের বিস্তারিত ব্যাখ্যা সংযোজন করেন এবং কোথাও কোথাও বংশ তালিকা সংশোধন করেন। অর্থাৎ গ্রন্থটির যা অপরিপূর্ণতা ছিল, তিনি তা পূরণ করে দেন। তাতে ইবনে হিশামের সংস্করণ এর মাধ্যমে গ্রন্থটির জনপ্রিয়তা অধিক হারে বৃদ্ধি পেতে থাকে। তিনি একাধারে হাদিসবেত্তা, বংশ লতিকা বিশারদ, সাহিত্যিক, ঐতিহাসিক, আরবি ব্যাকরণবিদ ও ভাষা বিজ্ঞানী হিসেবে জগতের সর্বাধিক খ্যাতির শীর্ষে পৌঁছেছেন।
ইবনে হিশাম এর জন্ম তারিখ যেমন অজ্ঞাত তেমনি তার ওফাতের সঠিক কোন ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় না।
আবারো ভিজিট করবেন !!! ধন্যবাদ
আমি সিরাতুন নবী আঃ সকল খন্ড নিতে আগ্রহী।
উত্তর দিনমুছুনজ্বী
মুছুনassalamualaikum, Siratunnabi (Sa:) download hoche na.
উত্তর দিনমুছুনMediafire link not working
উত্তর দিনমুছুন