ড. আহমদ আলী: Dr. Ahmod Ali Books

Ahmod Ali Books
 আহমদ আলী কর্তৃক রচিত ইসলামিক pdf বই ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
৩। ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা      
৪। ইসলামের শাস্তি আইন      

লেখক পরিচিতিঃ
প্রফেসর ড. আহমদ আলী দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী ফযল করিম মাতার নাম সারা খাতুন। তিনি আরেক বিখ্যাত আলেম ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেনের ভগ্নিপতি। তিনি আজও আমার মনের গহীনে আছেন। প্রফেসর ড. আহমদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ১৯৮৯ সালে অনার্সে ফাস্ট ক্লাস ফাস্ট, ১৯৯০ সালে মাস্টার্সে ফাস্ট ক্লাস ফাস্ট ও ২০০২সালে পিএইচডি করে কৃতিত্ব অর্জন করেন। একই সাথে বাংলাদেশের অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান চুনতী হাকিমিয়া আলিয়া মাদরাসা হতে ১৯৮৭ সালে কামিল পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেন। তিনি ২০০৭ সালে কিং সাউদ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিপ্লোমা অর্জন করেছেন। ছাত্রজীবন থেকেই তীক্ষ্ণ মেধার অধিকারী একজন আদর্শ শিক্ষক হিসেবে পেশাগত জীবনে বিশেষ খ্যাতি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সহজ-সরল, স্বল্পভাষী এবং আকর্ষনীয় ব্যক্তিত্বের অধিকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সফল চেয়ারম্যান ড. আহমদ আলী পেশাগত জীবন শুরু করেন বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া আলিয়া মাদরাসার শিক্ষকতার মধ্য দিয়ে। তিনি এই দ্বীনী প্রতিষ্ঠানে ১৯৯৪ সাল হতে ১৯৯৬ পর্যন্ত মুহাদ্দিস ও উপাধ্যক্ষ পদে কৃতিত্ব সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েও প্রাধান্য দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকতাকে। তাই একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক পদে যোগদানের সুপারিশ প্রাপ্ত হয়ে মার্চ ১৯৯৬ সাল হতে মার্চ ১৯৯৯ সাল পর্যন্ত সেখানেই যুক্ত হন। তিনি ১৯৯৯ সালে সহকারী অধ্যাপক পদে এবং ২০০৩ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০০৮ সালে ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করে বর্তমান পর্যন্ত কর্মরত আছেন। তিনি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম’র ইসলামিক স্টাডিজ বিভাগে প্রফেসর পদে এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান দারুল উলুম আলিয়া মাদরাসায় মুহাদ্দিস পদে বেসরকারিভাবে পার্ট টাইম কৃতিত্ব সহিত দায়িত্ব পালন করেন।
দেশ বিদেশের বিভিন্ন জার্নাল ও ম্যাগাজিনে ড. আহমদ আলী গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয়েছে। যা এখনো হচ্ছে। তাছাড়া তিনি অসংখ্য কিতাব রচনা করেন। বিশিষ্ট লেখক ও গবেষক ড. আহমদ আলী লিখিত বইসমূহ:

১.মুসলিম লিপিকলা : উৎপত্তি ও ক্রমবিকাশ
২.বিদআত (১-৬ খণ্ড)
৩.ইসলামের শাস্তি আইন
৪.ইসমাতুল আম্বিয়া
৫.গণতন্ত্র : ইসলামি দৃষ্টিকোণ
৬.সার্বভৌমত্ব : ইসলামি দৃষ্টিকোণ
৭.ইসলামের দৃষ্টিতে পোশাক পর্দা ও সাজসজ্জা
৮.ইসলামের আলোকে বাসস্থানের অধিকার ও নিরাপত্তা
৯.তাযকিয়াতুন নাফস
১০.আধুনিক আরবি কাব্য সাহিত্যের ইতিহাস
১১.খলীফাতুর রাসূল আবু বাকর আস সিদ্দিক (রা.)
১২.ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার ও মর্যাদা
১৩. জঙ্গিবাদের উত্থান বনাম ইসলামের শ্বাশত শিক্ষা।
১৪.তাসাউফের স্বরুপ
১৫. নামাজে চেয়ার ব্যবহার উল্লেখযোগ্য গ্রন্থ।
অপ্রকাশিত:
১. বিদআত (৭ম খন্ড ও ৮ম খন্ড)
২.সালাতুত তারাবীহ।

আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Whatsapp Button works on Mobile Device only