ইকবাল কবীর মোহন: Iqubal Kobir Mohon Books

ইকবাল কবীর মোহন: Iqubal Kobir Mohon Books
  ইকবাল কবীর মোহন কর্তৃক রচিত ইসলামিক pdf বই ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

লেখক পরিচিতিঃ
ইকবাল কবীর মোহন কুমিল্লা জেলার কোতােয়ালি থানার বানাসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষ করে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ ১৯৮৫ সালে শিক্ষানবীস অফিসার হিসেবে যােগদান করেন। বর্তমানে ব্যাংকের সিনিয়র নির্বাহী হিসেবে কর্মরত আছেন। তিনি একজন প্রথিতযশা লেখক হিসেবে সুপরিচিত। আন্তর্জাতিক বিষয়ের পাশাপাশি শিশু সাহিত্যের ওপর তিনি নিয়মিত লিখছেন। দেশের অধিকাংশ দৈনিক ইত্তেফাক, সংগ্রাম, যুগান্তর, নয়া দিগন্ত ও ইনকিলাব ছাড়াও সাপ্তাহিক সােনার বাংলা, প্রতিচ্চিত্র, রােববার ও চিত্রবাংলায় তার লেখা ছাপা হচ্ছে। এছাড়া মাসিক শিশু, কিশাের কণ্ঠ, টইটুম্বুর, শিশুকিশাের দীনদুনিয়া ইত্যাদি পত্রিকায় তিনি নিয়মিত লিখছেন। ইতােমধ্যে তার চুয়াল্লিশটি বই প্রকাশিত হয়েছে। তিনি ব্যক্তিগত এবং অফিসিয়াল কাজে সৌদীআরব, ভারত, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, হংকং, জার্মানী, ফ্রান্স ও নেদারল্যান্ডস সফর করেছেন।

আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ 

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Whatsapp Button works on Mobile Device only