ইউসূফ আল কারযাভী: Yusuf al-Qaradawi Books

Yusuf al-Qaradawi Books

ইউসূফ আল কারযাভী কর্তৃক রচিত ইসলামিক pdf বই ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
১। আধুনিক যুগ ইসলাম কৌশল ও কর্মসূচী
২। ইসলাম ও চরমপন্থা
৩। ইসলাম ও শিল্পকলা
৪। ইসলামী পুনর্জাগরণ সমস্যা ও সম্ভাবনা
৫। ইসলামী রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ
৬। ইসলামে অর্থনৈতিক নিরাপত্তা
৭। ইসলামে এবাদতের পরিধি
৮। ইসলামে দারিদ্র বিমোচন
৯। ইসলামে হালাল হারামের বিধান
১০। ইসলামের যাকাতের বিধান
১১। জেরুজালেম বিশ্ব মুসলিম সমস্যা
১২। সুন্নাহ্‌র সান্নিধ্যে

লেখক পরিচিতিঃ

জন্ম ও শৈশবঃ মহান মনীষী শায়খ ড. ইউসুফ আল কারজাভি ১৯২৬ সালের ২৬ সেপ্টেম্বর মিসরের উত্তর নীলনদের তীরবর্তী সাফাত তোরাব গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র দুই বছর বয়সে তার বাবা ইন্তেকাল করেন। ফলে তার লালন-পালনের দায়িত্ব পড়ে চাচার ওপর। শৈশব মিসরেই কাটান।

শিক্ষাঃ মাত্র ১০ বছর বয়সে শায়খ কারজাভি কুরআনে কারিমে হাফেজ হন। এরপর আল আজহার কারিকুলামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিকে জাতীয় মেধায় দ্বিতীয় হন। প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উসুলুদ দ্বীন অনুষদ থেকে অনার্স, আরবি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনঃ মিসরের ধর্ম মন্ত্রণালয়ের অধীন ‘Institute of Imams’ এর পরিদর্শক হিসেবে কর্মজীবনে পদার্পণ করেন শায়খ কারজাভি। কিছুদিন তিনি আওকাফ মন্ত্রণালয়ের ‘Board of Religious Affairs’-এ কর্মরত ছিলেন। ১৯৭৭ সালে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ে ‘শরীয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের প্রতিষ্ঠাকালীন ডিন নিযুক্ত হন। ১৯৯০ পর্যন্ত তিনি এখানে কর্মরত থাকেন এবং একই বছর তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ‘সীরাত ও সুন্নাহ গবেষণা কেন্দ্র’। ১৯৯০-৯১ সালে আলজেরিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের Scientific Council-এর চেয়ারম্যান হিসেবে কাজ করেন । ১৯৯২ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের ‘সীরাত ও সুন্নাহ গবেষণা কেন্দ্রের ডিরেক্টর হিসেবে পুনরায় কাতার ফিরে আসেন।

আন্তর্জাতিক খেদমতঃ বিশ্ব মুসলিম উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠনের সাথে সক্রিয়ভাবে নিজেকে জড়িয়ে রেখেছিলেন শায়খ কারজাভি। মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের (International Union of Muslim scholars) সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। প্রতিষ্ঠার পর থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

একইসাথে জর্ডানের রয়্যাল অ্যাকাডেমি ফর ইসলামিক কালচারাল অ্যান্ড রিচার্জ (Royal academy for Islamic culture and research), ইসলামী সম্মেলন সংস্থা (OIC), রাবেতা আল-আলম আল-ইসলামী এবং ইসলামিক স্টাডিজ সেন্টার, অক্সফোর্ডের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আয়ারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউরোপিয়ান কাউন্সিল ফর ফাতওয়া অ্যান্ড রিচার্জের (European Council For Fatwa and Research) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুরস্কার ও সম্মাননাঃ শায়খ ইউসুফ কারাজাভি ১৪১১ হিজরিতে ইসলামী অর্থনীতিতে অবদান রাখায় ব্যাংক ফয়সল পুরস্কার লাভ করেন। ইসলামী শিক্ষায় অবদানের জন্য ১৪১৩ হিজরিতে মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড লাভ করেন। ১৯৯৭ সালে ব্রুনাই সরকার তাকে ‘হাসান বাকলি’ পুরস্কারে ভূষিত করে। এছাড়াও তার বৈচিত্র্যময় পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি নানা পদক ও সম্মাননায় ভূষিত হন।

তার অন্যতম কিছু আন্তর্জাতিক পুরস্কারঃ এক. কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ। দুই. ইসলামী বিশ্ববিদ্যালয় পদক, মালয়েশিয়া। তিন. আন্তর্জাতিক পবিত্র কুরআন সম্মাননা পুরস্কার, দুবাই। চার. সুলতান হাসান আল বলকিয়াহ সম্মাননা, ব্রুনাই। পাঁচ. আল-ওয়াইস পদক, সংযুক্ত আরব আমিরাত। ছয়. জর্ডানের মেডেল অব ইন্ডিপেন্ডেন্স ইত্যাদি।

কারাবরণঃ ইখওয়ানুল মুসমিমিনের সাথে সম্পৃক্ততার কারণে তাকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়। প্রথমবার ১৯৪৯ সালে রাজকীয় আমলে। এরপর প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসেরের আমলে তিনবার। ১৯৫৪ সালের জানুয়ারিতে প্রথমবার। একই সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার। এবার তিনি ২০ মাস কারাগারে কাটান। শেষবার ১৯৬৩ সালে।

দেশত্যাগ ও কারাদণ্ডাদেশঃ মিসরীয় জাতিসত্ত্বার অধিকারী হওয়া সত্ত্বেও শেষ জীবনের বড় একটি অংশ শায়খ কারজাভি কাতারে বসবাস করেছেন। মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক থাকার কারণেই দেশ ত্যাগে বাধ্য হন তিনি। ২০১৫ সালে মিসরের একটি আদালত শায়খের অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করে। এর আগে ১৯৬১ সালে তিনি প্রথম বারের মতো কাতারে পাড়ি জমান।

বিবাহ ও সন্তানাদিঃ শায়খ কারজাভি দুইটি বিয়ে করেন। প্রথম স্ত্রী মিসরীয়। তার নাম ইসআদ আব্দুল জাওয়াদ (উম্মে মোহাম্মদ)। তাকে বিয়ে করেন ১৯৫৮ সালে। প্রথম স্ত্রীর ঘরে তার তিন মেয়ে (ইলহাম, সিহাম, উলা ও আসমা) ও চার ছেলে (মোহাম্মদ, আব্দুর রহমান ও ওসামা) জন্মগ্রহণ করেন। দ্বিতীয় স্ত্রীর নাম আয়েশা। তিনি মরক্কান বংশোদ্ভূত।

ইন্তেকালঃ শায়খ কারজাভি আজ সোমবার (২৬ সেপ্টেম্বর/২৯ সফর) দুপুরে কাতারের রাজধানী দোহায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

রচনা ও গ্রন্থনাঃ আধুনিক উদ্ভূত নানা জটিল সমস্যার সাবলীল ও গভীর ইজতিহাদভিত্তিক সমাধানমূলক শতাধিক গবেষণা-গ্রন্থের রচয়িতা তিনি। তার গ্রন্থগুলো প্রকাশের পরপরই পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে জ্ঞানী, গবেষক, বোদ্ধামহল ও সাধারণ মানুষের কাছে সেগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। তার রচিত ছোট বড় গ্রন্থের সংখ্যা একশোর বেশি। বইগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু বই হলো:

  • আল-হালাল ওয়াল হারাম ফীল ইসলাম
  • কালিমাত ফীল ওয়াসাতিয়্যাহ ওয়া মা’আলিমিহা
  • ফিক্হুল গিনা ওয়াল-মূসিকা ফী দাউইল কুরআনি ওয়াস-সুন্নাহ
  • যাহিরাতুল গুলু ফীত তাকফীর
  • মিন আজ্লি সাহ্ওয়াতিন রাশিদাহ
  • রি’আয়াতুল বীআহ্ ফী শারী’আতিল ইসলাম
  • জীলুন নাসরিল মানশূদ
  • আত-তাওয়াক্কুল
  • আল-উসরাতু কামা য়ুরিদুহাল-ইসলাম
  • আল-ওয়াক্ত ফী হায়াতিল মুসলিম
  • শুমূলুল ইসলাম
  • আল-ইসলামু ওয়াল ফান্নু
  • দাওরুয যাকাত ফী ইলাজিল মাশকিলাতিল ইকতিসাদিয়্যাহ
  • ক্বীমাতুল ইনসান ওয়া গায়াতু উজুদিহী ফীল-ইসলাম
  • উমার ইবনু আব্দিল আযীয আর-রাশিদুল মুজাদ্দিদ
  • ‘আলিম ওয়া ত্বগিয়া
  • কাইফা নাতা’আমালু মা’আস সুন্নাহ
  • মিন ফিক্হিদ দাওলা ফীল ইসলাম
  • ফিকহুয যাকাত – ২ খন্ড
  • আওলাউইয়াতুল হারাকাতিল ইসলামিয়্যাহ ফীল-মারহালাতিল ক্বাদিমাহ
  • আস-সাহ্ওয়া আল-ইসলামিয়্যাহ বাইনাল জুহুদ ওয়াত-তাত্বাররুফ
  • মাজালাতুল ‘ইবাদাহ ফীল ইসলাম
  • আল-ইসলামু ওয়াল-‘উন্ফ নাযারাত তা’সীলিয়্যাহ
  • মুশকিলাতুল ফাক্ব্র ওয়া কাইফা ‘আলাজাহাল ইসলাম
  • আল-কুদ্স কাদিয়্যাতু কুল্লি মুসলিম
  • আল-ঈমানু ওয়াল হায়াত
  • ফিক্হুত তাহারাহ
  • ফিক্হুস সিয়াম
  • ফাতাওয়া মু’আসারাহ – ৩ খন্ড
  • ফিক্হুল লাহ্উ ওয়াত-তারওয়ীহ
  • আল-ইজ্তিহাদ ফীশ-শারী’আতিল ইসলামিয়্যাহ
  • মাদ্খাল লিশ-শারী’আতিল ইসলামিয়্যাহ
  • আল-ফাত্ওয়া বাইনাল ইন্দিবাত ওয়াত-তাসায়্যুব
  • ‘আওয়ামিল আস-সি’আহ্ ওয়াল-মারূনাহ ফিশ-শারী’আতিল ইসলামিয়্যাহ
  • আল-ফিকহুল ইসলামী বাইনাল আসালাহ ওয়াত-তাজ্দীদ
  • আল-ইজ্তিহাদ আল-মু’আসির বাইনাল ইন্দিবাত ওয়াত-তাসায়্যুব
  • বাই’উল মুরাবাহাহ লিল আমিরি বিশ-শারা
  • ফাওয়াইদ আল-বুনুক হিয়া আর-রিবা আল-হারাম
  • দাওরুল কিয়াম ওয়াল আখলাক ফীল ইকতিসাদ আল-ইসলামী
  • আস-সাবরু ফীল কুরআন
  • আল-‘আক্লু ওয়াল ‘ইল্মু ফীল কুরআনিল কারীম
  • কাইফা নাতা’আমালু মা’আল কুরআনিল আযীম
  • তাফসীর সুরাতির রা’দ
  • আল-মাদখাল লি-দিরাসাতিস সুন্নাহ আন-নাবাউইয়াহ্
  • আল-মুন্তাক্বা মিনাত-তারগীব ওয়াত-তারহীব
  • আস-সুন্নাহ মাসদার লিল-মা’রিফাহ ওয়াল-হাদ্বারাহ
  • নাহ্ওয়া মাউসূ’আহ লিল-হাদিস আস-সহীহ
  • ওজূদুল্লাহ
  • হাকীকাতুত তাওহীদ
  • আল-ঈমানু বিল-ক্বাদ্র
  • আল-হায়াত আর-রাব্বানিয়্যাহ ওয়াল-‘ইল্ম
  • আন-নিয়্যাতু ওয়াল-ইখলাস
  • আত-তাওবাহ ইলাল্লাহ
  • সাক্বাফাতুদ দা’ইয়াহ
  • আত-তারবিয়াহ আল-ইসলামিয়্যাহ ওয়া মাদ্রাসাহ হাসানিল বান্না
  • আল-ইখওয়ান আল-মুসলিমুন সাব’ঊন ‘আ-মান ফীদ-দা’ওয়াহ ওয়াত তারবিয়াহ ওয়াল-জিহাদ
  • আর-রাসূল ওয়াল-‘ইল্ম
  • রিসালাতুল আযহার বাইনাল আম্স ওয়াল-ইয়াওম ওয়াল-গাদ্দ
  • আস-সাহ্ওয়া আল-ইসলামিয়্যাহ ওয়া হুমূমুল ওয়াত্বান আল-‘আরাবী ওয়াল-ইসলামী
  • আইনাল খালাল
  • ফী ফিক্হিল আওলাউইয়াত
  • আল-ইসলাম ওয়াল-‘আলমানিয়্যাহ ওয়াজহান লি-ওয়াজহিন
  • আস-সাকাফাহ আল-‘আরাবিয়্যাহ আল-ইসলামিয়্যাহ বাইনাল আসালাতি ওয়াত-তাজদীদ
  • মালামিহুল মুজ্তামা’ইল মুসলিম আল্লাযী নানশুদুহ
  • গাইরুল মুসলিমীন ফীল মুজ্তামা’ইল ইসলামী
  • শারী’আতুল ইসলাম সালিহাতুন লিত-তাতবীক ফী কুল্লি যামানিন ওয়া মাকানিন
  • আল-উম্মাতুল ইসলামিয়্যাহ হাকীকাতুন লা ওয়াহ্মুন
  • আস-সাহ্ওয়া আল-ইসলামিয়্যাহ বাইনাল ইখতিলাফিল মাশরূ’ ওয়াত-তাফাররুকিল মাযমূম
  • আস-সাহ্ওয়া আল-ইসলামিয়্যাহ মিনাল মুরাহাক্বাহ ইলা আর-রুশ্দ
  • আত-তাতাররুফ আল-‘আলমানী ফী মুওয়াজাহাতিল ইসলাম
  • মিন আজ্লি সাহ্ওয়াতিন রাশিদাহ
  • উম্মাতুনা বাইনা ক্বারনাইন
  • সাক্বাফাতুনা বাইনাল ইনফিতাহ ওয়াল ইনগিলাক
  • তারীখুনাল মুফ্তারা ‘আলাইহি
  • নাহ্নু ওয়াল-গারব
  • আল-হুলুল আল-মুস্তাওরাদাহ
  • আল-হিল্লুল ইসলামী ফারীদাতুন ওয়া দ্বারূরাতুন
  • বায়্যিনাতুল হিল্লিল ইসলামী ওয়া শুবুহাতিল ‘আলমানিয়্যীন ওয়াল মুতাগাররিবীন
  • আ’দাউল হিল্লিল ইসলামী
  • আল-মারজি’ইয়্যাতুল ‘উলয়া ফীল ইসলাম লিল-কুরআনি ওয়াস-সুন্নাহ
  • মাওকিফুল ইসলাম মিনাল ইলহাম ওয়াল কাশফ ওয়া রু’ইয়া…..
  • আস-সিয়াসাহ আশ-শার’ইয়্যাহ ফী দ্বাউই নুসূসিশ-শারী’আতি ওয়া মাকাসিদিহা
  • কাইফা নাতা’আমালু মা’আত-তুরাস ওয়াত-তামাযহুব ওয়াল-ইখতিলাফ
  • ফুসূলুন ফীল আকীদাহ বাইনাস-সালাফ ওয়াল-খালাফ
  • আল-‘ইবাদাতু ফীল ইসলাম
  • আল-খাসাইস আল-‘আম্মাহ লিল-ইসলাম
  • ফিকহুল জিহাদ
  • মিআতু সুওয়াল আনিল-হাজ্জ ওয়াল-‘উমরা ওয়াল-উদ্হিয়া
  • মাদখাল লি মা’রিফাতিল ইসলাম
  • আল-ইসলামু হাদারাতুল গাদ্দ
  • ফিকহুল উসরাহ
  • আন-নাসু ওয়াল-হাক্ক
  • দারসূন নাকবাহ আস-সানিয়াহ
  • খুতাবুশ শাইখ আল-কারাদাওয়ী – ৭ খন্ড
  • ইবতিহালাত ওয়া দা’আওয়াত
  • লিক্বাআত ওয়া মুহাওয়ারাত হাওলা ক্বাদায়া আল-ইসলাম ওয়াল-‘আস্র
  • কাদ্বায়া মু’আসারাহ ‘আলা বাসাতিল বাহ্স ক্বুত্বুফ দানিয়াহ মিনাল কিতাব ওয়াস-সুন্নাহ
  • আল-ইমাম আল-গাযালী বাইনা মাদিহীহি ওয়া নাকিদীহি
  • আশ-শাইখ আল-গাযালী কামা ‘আরাফতুহু
  • আশ-শাইখ আবুল হাসান আন-নাদাওয়ী কামা ‘আরাফতুহু
  • আল-জুওয়াইনী ইমামুল হারামাইন
  • ফী উইদা’ইল আ’লাম
  • নাযারাত ফীল ফিকরিল ইমাম আল-মাওদূদী
  • ‘উমার বিন আব্দিল আযীয আর-রাসিদ আল-মুজাদ্দিদ
  • ইবনুল কারইয়াহ ওয়াল কুত্তাব – ৩ খন্ড
  • নিসাউন মু’মিনাত
  • আল-ফাতাওয়া আশ-শায্যাহ মা’আয়িরুহা ওয়া তাতবীকাতুহা
  • আখলাকুল ইসলাম
  • আসমাউল্লাহিল হুসনা
  • উসূলুল আমালিল খাইরী লিল-ইসলাম
  • আল-ওয়ার’উ ওয়ায-যুহ্দ
  • তাফসীরু জুয তাবারাক
  • তাফসীরু জুয ‘আম্ম
  • দিরাসাহ ফী ফিকহি মাকাসিদ আশ-শারী’আহ
  • ফিকহুল ওয়াসাতিয়্যাহ ওয়াত তাজদীদ
  • মুস্তাকবিলুল উসূলিয়্যাতিল ইসলামিয়্যাহ
  • মাকাসিদুশ শারী’আহ আল-মুতা’আল্লাকাহ বিল মাল
  • মুজিবাত তাগায়্যুরিল ফাতওয়া ফী ‘আসরিনা
  • মা’আল উস্তায সায়্যিদ কুতুব
  • আদ-দীনু ফী আস্রিল ‘ইলম
  • আল-ইসলামু ওয়াল ফান্ন
  • আন-নিক্বাব লিল মারআহ
  • মারকাযুল মারআহ ফীল হায়াতিল ইসলামিয়্যাহ
  • ফাতাওয়া লিল মারআহ আল-মুসলিমাহ
  • জারীমাতুর রিদ্দাহ ওয়া ‘উকূবাতুল মুরতাদ্দ
  • আল-আকাল্লিয়াত আল-মুসলিমাহ ওয়াল হিল্ল আল-ইসলামী
  • আল-মুবাশ্শারাত বি-ন-তিসারিল ইসলাম
  • হাজাতুল বাশারিয়্যাহ ইলার-রিসালাতিল হাদ্বারিয়্যাহ লি-উম্মাতিনা
  • ফাতাওয়া মিন আজ্লি ফালাস্তীন
  • মাবাদিউন ফীল হিওয়ার ওয়াত-তাকরীব বাইনাল মাযাহিব ওয়াল-ফিরাকিল ইসলামিয়্যাহ
  • আল-বাবা ওয়াল ইসলাম
  • আত-তারবিয়াহ আস-সিয়াসিয়্যাহ ‘ইন্দাল ইমাম হাসান আল-বান্না
  • নাহ্ওয়া ফিক্হিন মুয়াস্সার মু’আসার
  • আস-সুন্নাহ ওয়াল বিদ’আহ
  • আল-মুসলিমুন ওয়াল ‘আওলামা
  • যিওয়াজুল মিসয়ার
  • আদ-দাওয়াবিত আশ-শার’ইয়্যাহ লি-বিনাইল মাসাজিদ
  • লি-মাযা-ল ইসলাম
  • আল-ইসলাম আল্লাযী নাদ’ঊ ইলাইহ
  • ওয়াজিবুশ শাব্ব আল-মুসলিম
  • মুসলিমাতুল গাদ্দ
  • আত-তারবিয়াহ ‘ইন্দাল ইমাম আশ-শাতিবী
  • আল-হুকমু আশ-শার’ঈ ফী খিতানিল ইনাস………. সহ আরো অনেক বই।

তার রচিত ও বাংলায় অনুদিত কিছু বই:

  • সুন্নাহর সান্নিধ্যে,ইসলামি পুনর্জাগরণ : সমস্যা ও সম্ভাবনা
  • ইসলামে হালাল হারামের বিধান
  • ঈমান ও সুখ
  • বুদ্ধিদীপ্ত জাগরণের প্রত্যাশায়
  • ইসলামের বিজয় অবশ্যম্ভাবী
  • আধুনিক যুগ ইসলাম কৌশল ও কর্মসূচী
  • ইসলাম ও চরমপন্থা, ইসলাম ও শিল্পকলা
  • ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ
  • ইসলামে অর্থনৈতিক নিরাপত্তা
  • ইসলামে এবাদতের পরিধি
  • ইসলামে দারিদ্র বিমোচন
  • ইসলামের যাকাতের বিধান
  • জেরুজালেম বিশ্ব মুসলিম সমস্যা
  • ইসলাম ও মানবিক মূল্যবোধ
  • আমাদের দাওয়াত: জীবনবিধান ও ইসলাম
  • মানুষ মর্যাদা ও সৃষ্টির উদ্দেশ্য
  • উমর ইবনে আবদুল আজিজ
  • আলিম ও স্বৈরশাসক
  • ইমাম হাসান আল বান্না
  • ইসলামের ব্যাপকতা তাকফির: কাফির ঘোষণায় বাড়াবাড়ি ও মূলনীতি
  • ইমাম বান্নার পাঠশালা
  • অর্থনৈতিক সমস্যা সমাধানে যাকাতের ভূমিকা, ইত্যাদি।

আবার ভিজিট করবেন !!! ধন্যবাদ

error: Content is protected !!
Scroll to Top