মুফতি মুহাম্মদ শফী উসমানি: Muhammad Shafi Usmani Books

Muhammad Shafi Usmani
মুফতি মুহাম্মদ শফী উসমানি কর্তৃক রচিত ইসলামিক pdf বই ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
লেখক পরিচিতিঃ

আল্লামা মুফতী মুহাম্মাদ শফী রহ: এর পূর্ণ নাম: মুহাম্মাদ শফী ইবনে মুহাম্মদ ইয়াসীন ইবনে খলিফাহ তাহসীন আলী। আল্লামা মুফাচ্ছির, পাকিস্তানের গ্র্যান্ড মুফতী ফকীহ নফস। মারেফুল কুরআনের গ্রন্থকার। যার সুনাম ও সুখ্যাতি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে।

জন্মঃ মুফতী শফি রহ: ১৩১৪ হিজরিতে জন্মগ্রহণ করেন। ইলম ও মহানুভবতায় সুউচ্চে অবস্থিত এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। এরপর ইলমী পরিবেশে তিনি লালিত পালিত হয়ে দারুল উলূম দেওবন্দের প্রশস্ততায় বড় হয়ে ওঠেন।

শিক্ষাজীবনঃ মুফতী শফী রহ: তৎকালীন সময়ে দারুল উলুম দেওবন্দের প্রতিভাবান ও মহান ব্যক্তিদের থেকে ইলম অর্জন করেন। যেমন: মুহাদ্দিসুল আসর আল ইমাম আনোয়ার শাহ আল কাশ্মিরী। মুফতীয়ে আজম আজীজুর রহমান রহ.। শাইখুল ইসলাম আল্লামা শাব্বীর আহমদ আল উসমানী রহ.। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহ.-এর দরসে উপস্থিত হয়েছেন।

কর্মজীবনঃ তিনি ১৩৩৫ হিজরিতে দারুল উলুম থেকে ফারেগ হন। এরপর সেখানে মুদাররিস হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি নাহু সরফ ও আদব ইত্যাদি বিষয় থেকে শুরু করে সর্বশেষ হাদীস শরীফ পর্যন্ত বিভিন্ন শাস্ত্র শিক্ষাদান করেন। এক পর্যায়ে তিনি দারুল উলুম দেওবন্দের মুফতী পদে অভিষিক্ত হন। তার মাধ্যমে তাহকীককৃত হাজার হাজার ফতোয়া প্রকাশ হয়। হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহ. এর হাতে বায়াত গ্রহণ করে তার থেকে সুলুকের এজাযতপ্রাপ্ত হন। একপর্যায়ে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে অব্যাহতি নিয়ে পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অবশেষে পাকিস্তান স্বাধীন হলে তিনি সেখানে সপরিবারে হিজরত করেন এবং পাকিস্তানের রাজনীতি ও আইন আদালত ইসলামী রূপরেখার ভিত্তিতে প্রণয়নের ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জামেয়া দারুল উলুম করাচি একটি দীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। যার ফয়েজের ঝরণা আজো বহমান।

রচনাবলীঃ মুফতি শফি রহ: বহু গ্রন্থ রচনা করেছেন। এসব গ্রন্থের মাঝে উল্লেখযোগ্য হলো;

  • তাফসীরে মাআরেফুল কুরআন
  • আহকামুল কুরআন
  • ইমদাদুল মুফতিয়ীন
  • জাওয়াহিরুল ফিকহ
  • আহকামুল হজ্জ সংক্ষিপ্ত ও সাবলীল হওয়ার পাশাপাশি এতে সমস্ত প্রয়েজনীয় হুকুম এসে গেছে
  • আল ইওয়াকীত ফী আহকামীল মাওয়াকীত (হজ্জের মীকাতসমূহ ও জেদ্দা থেকে ইহরাম এর বিশ্লেষণ)
  • মানহাজুল খাইর ফিল হচ্ছি আনিল গাইর (অর্থাৎ বদলী হজের বিধানসমূহ)
  • মাকামে সাহাবা (সাহাবায়ে কেরামের বিরোধ ও আদর্শ হওয়া সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনা এবং সালাফে সালেহীনের কর্মপন্থা)
  • ইসলামী জবীহা (জবাই করা পশু সম্পর্কে শরীয়তের বিস্তারিত বিধান, ইহুদী-নাসারাদের জবাই করা পশুর আলোচনা, বিকৃতির খণ্ডন)
  • আযায়ে ইনসানী কী পায়ওয়াদকারী
  • বীমায়ে জিন্দেগী
  • প্রভিডেন্ট ফান্ড
  • ইসলাম আওর সোস্যালিজম
  • ইসলামী নেজামমে ইকতেসাদী ইসলাহাত

মৃত্যুঃ তিনি ১৩৯৬ হিজরীর শাওয়াল মাসের ১১তারিখে ইন্তেকাল করেন।

আবার ভিজিট করবেন ধন্যবাদ!!!

error: Content is protected !!
Scroll to Top